প্রতিভাটার বিকাশ বলো, কেমন করে হবে,
প্রকাশ হওয়ার পরেও যদি, নিরাশ করে সবে।
মনের আকাশ হয়না বড়, ক্ষুদ্র কেনো রয়,
সৃষ্টি নতুন করেও যেনো, লাজ রাঙা ঐ ভয়।
উড়তে চাওয়া স্বপ্নগুলো, মেলছে যখন ডানা,
কৌতূহলেই ক্ষান্ত হয়ে, করতে যাওয়া মানা।
অপূর্ব সব সৃষ্টি করার, ইচ্ছা যখন জাগে,
নিন্দুকেরই নিন্দা শুনে, গা জ্বলে যে রাগে।


বড় হওয়ার পরেও শুধু, ছোটই করে রাখা,
এই জগতে এমন মানুষ, অনেক যাবে দেখা।
উৎসাহ কভু দেয়না তারা, লজ্জা দিতেই জানে,
তাদের কথার অর্থ খোজা, কিইবা এমন মানে।
প্রভার আভা হারিয়ে কতো, সৃজন যে হয় নিঃস্ব,
এড়িয়ে ওদের পারলে যেতে, হাতের মুঠোয় বিশ্ব।