লোভের বশে করছে যারা
          বিবেক বির্সজন,
সৎ পথে করবে তারাই
          সৎ উপার্জন ।


আশার ভেলা ভাসাই আমি
          বদলে যাবে দিন,
সুখ-দুঃখের মিলন মেলায়
          রইবে নাকো ঋন।


করছে যারা অসৎ কামাই
          ছোট তাদের মন,
বুক ফুলিয়ে চলছে তিনি
          অসৎ যিনি নন ।


বাড়তি আয়ের লোভের বশে
           বিকোয় যারা মান,
ছাড়বে নাকো কভু তাদের
            পিছন পানের টান।


ভূল ছিল যা বিগত হোক
            আজি হতে শুধরে নিন,
সুখের দেখা মিলবে তবে
            আসবে ফিরে আবার সুদিন।


অসৎ পথে হাটব নাকো
            থাকবে নাকো ভান,
শান্তি ফিরে আসবে ঘরে
             কাটবে পিছুটান।


ক্লান্তি সকল দূর হবে
             সতেজ রবে মন,
সৎ জীবন করব যাপন
             আসুন করি পণ।