নীল আকাশ মেঘের পালকি চড়ে
দেখো ঘুমন্ত স্বপ্নেরা যায় উড়ে,
কাটে নাতো ঘোর, পাখি ডাকা ভোর।
দরজায় কড়া নাড়ে
মন চুরি করে নেয়া চোর।।।


দিগন্ত যেনো মিশে যেতে চায়
সুখ খুঁজে ফেরা জোছনায়
নয়নের কোনে ভাসে ক্লান্তির ছায়া ।
কোন সমাপ্তির আশায় ?
কেনো কাটে নাকো তার মায়া ।।।


স্নিগ্ধ সকাল উঁকি মারে মনে
প্রতিক্ষার পাহাড় জমে এই ক্ষণে
যে বুকে রয় এক সমুদ্র গভীরতা ।
কে সে দেয় ডুব তার গহিনে ?
গভীর রাত যেনো নিশ্চুপ নিরবতা।।।


প্রেয়সী হয় যে কবির কবিতার
এমন ভাগ্য জোটা দায়ভার,
মনের বদল মন তার মূল্য বোঝা।
উড়ে উড়ে ঘোরা মরীচিকা মন যার
কল্পনায় মেলে ডানা বৃথাই খোজা।।।


নিশ্চুপ রাত আর জোনাকির দল
নয়নে বিছায়ে কি মায়া মোহজাল
যার টানে বাধা পরে দুরন্ত শাবক,
তীর্থের কাক বসে কাল মহাকাল
তুচ্ছ জীবন ফেলে হয় সে সাধক ।।।


জেগে থাকা রাত বিহনে যে তার,
অন্ধকারটা থাক শুধুই আমার,
তুমিই হও আলোর পথের যাত্রী ।
রাখিবো স্মরণে সব শুভ কামনার,
ঘুমিয়েই তবে যাও শুভ রাত্রি।।।