দূর আকাশে থাকে সেতো
গায়ে আলোর জামা
যুগে যুগে মায়ের মুখে
শুনছি চাঁদ মামা


আধার রাতে দেয় ছড়িয়ে
রূপের আলোর ধারা
সেই আলোতে ভাসে আহা
মোদের ভূবন ধরা।
মা ডাকে মামা বলে
আমিও ডাকি তাই,
সে যে আসলে কার মামা
আমার জানা নাই।
মামার দেশে থাকে নাকি
থুর-থুরে এক বুড়ি
চড়কা কেটে সুতা বানায়
ওড়াবে বুঝি ঘুড়ি!


তোমায় ডেকে আধার রাতে
ঘুম পাড়ানি গান গায়,
আদর করে
সোহাগ করে
আমার কপালে চুমু খায়।
হও না তুমি সবার মামা
তাতে কি বা আসে,
তোমার কথা শুনে শুনে
আমার ঘুম যে আসে।
চাঁদ মামা
চাঁদ মামা
রাত টা জেগে থাকো
মেঘে মেঘে গভীর রাতে
আমার ছবি আঁক।
রাত হয়েছে অনেক
এবার আমি ঘুমাই,
তোমায় দেখে
হাত নাড়িয়ে
বলছি টাটা বাই বাই।