আজব দেশের আজব রাজার
গল্প শোন ভাই
সকাল দুপুর তাহার শুধু
গল্প শোনা চাই।
আজব দেশের
আজব রাজা
বীর বাহাদুর নাম
খাওয়া শেষে
লাগে তাহার
গণ্ডা খানেক পান।
শেয়াল টাকে সিংহ ভেবে
ভয়ে ভিষন কাঁপে
বাঘের লেজে কান খুঁচিয়ে
সকাল দুপুর ভাবে
হাতি-ঘোড়া নেইকো তাহার
তবু সে যে রাজা
কথায় কথায় প্রজাকূলের
দেন যে শুধু সাজা
ঘিয়ে ভেজে খান যে সেমাই
গোফে লাগান তেল
টেকো মাথা দেখলে তিনি
ভাঙেন শুধু বেল।
একদিন সেই রাজা মশাই
করলেন এক কাণ্ড
কূপের মাঝে ছবি দেখে
দিলেন সেথা লম্ফ
গলা ফাটিয়ে চেঁচান তিনি
কেউ দেন না কর্ণ
কূপের মাঝে অবশেষে
গেলো রাজার প্রাণ।
আজব দেশের আজব রাজা
বীর বাহাদুর নাম।