আগের মতো দিন টি যদি
আবার পেতাম ফিরে
কানামাছি গোল্লা ছুট আর
পুতুল দিয়ে বিয়ে
আগের মতো হা-ডু-ডু
আরও কতো খেলা
গেছে যেন কোন সে দেশে
ভাসিয়ে দিয়ে ভেলা
চড়ুইভাতি খেলার ছলে
ঘর বাঁধতাম কতো
আগের মতে সেই দিন টি
আবার যদি হতো
সেদিনের সেই পুতুল বিয়ে
হয় নাতো আর
এখন সবাই ব্যস্ত কাটায়
কে খোঁজ নেয় কার?
কম্পিউটার মোবাইল ফোনে
ব্যস্ত সবাই থাকে
এখন সবাই সময়টাকে
ইঞ্চি দিয়ে মাপে
আগের মতো নীল আকাশে
ওড়ে না তো ঘুড়ি
ইন্টারনেটে ঘুড়ে বেড়ায়
হাতে দিয়ে তুড়ি
আগের মতো দিনটি যদি
আবার ফিরে  পেতাম
গাছে গাছে ঘুড়ে ফিরে
পাকা আমটি খেতাম
হারিয়ে গেছে আজকে মোদের
শৈশবের সেই দিন
মানুষ হচ্ছে যন্ত্রের মতো
হৃদয় পোড়া ঠন ঠনে মানবতাহীন
ভেসে গেছে ফ্রেমে বাঁধা
স্বপ্ন রঙিন দিন।