যে দিন তুমি সৃষ্টি করেছো
যে দিন তোমারই তৈরি প্রভু‚
সে দিনের ভাগে ঘুড়ে ফিরি মোরা
কাজগুলো সব শেষ করে নেই
মিছে মোহ লালসায় তোমায় ডাকিনা কভু।
কাঁচা ঘুম ভাঙবে বলে
ফজরের আজান শুনে রাখি কান চেপে
জোহর সে তো মধ্য দুপুর
সময় হয়না মেপে।
দুপুরের খাবার খেয়ে যখন
আলস্য ভরা বিকেল
বড় অলসতা ঘুমিয়ে পড়ি
মনে হয় যেন সকাল।
এভাবেই কখন আছর পেরিয়ে
সূর্যটা ডুবে যায়,
চায়ের কাপে চুমুক দিয়ে
রবীন্দ্র সংগীত মুখে গায়।
দেখতে দেখতে দিন ফুরিয়ে
রাতের আধার নামে
সারাদিন শেষে কাজের ব্যস্ততা
একটু যেন থামে।
এশার আজান দেয় যখন
সাহেব বিবি গোলাম
বাড়িতে বাড়িতে জলশায় তখন
সিরিয়ালে মন দিলাম।
এই ভাবেই কত দিন যে আসে
দিন চলে যায় ভাই
আজান গুলো এখন যেন শুনতে না আর পাই।