বলি!ওহে ও গ্রীষ্ম,
তোমার কীসের  এত গুমর,
সব কিছু করছো কেমন ভষ্ম?
তোমার ওই ওষ্ঠদ্বয়ের ছোঁয়ায়,
আজ আমার প্রাণ ওষ্ঠাগত.
তোমার ওই অঙ্গজ্বালানো আলিঙ্গনে,
আমি যে  করি হাঁসফাঁস.
আজকাল তো আবার  দেখছি;
তোমার, সূর্য দেবের  সাথে
বেড়েছে খুব আড্ডা!
বলি, হ্যাঁ !পবন দেব কে কী বলেছো?
এখনো তার আগমনের নেই কোনো বার্তা.
সেই  ছিল বসন্ত,
না শীত না গ্রীষ্ম,
বেশ কেমন  নাতিশীতষ্ণ.
কোথা থেকে যে; হল উদয়,
গরমের দাপটে  অঙ্গ জ্বলে যায়?
এবার  যাও তো দেখি  বাপু!
আমার প্রিয়তম  কে আসতে  দেও ,
তার সুকোমল ওষ্ঠদ্বয়ে ,
নিজেকে করি তৃপ্ত.
তার স্নিগ্ধ আলিঙ্গনে,
ধরা প্রকৃতি হোক রসসিক্ত.
ওহ,বলবে তবে পরকীয়া!
মানতে রাজী, নেই আপত্তি,
তবুও তো পাব,
শির ধরানো অঙ্গ জ্বালানো
গরম থেকে মুক্তি.