আমার একটা তুই চাই,
অজস্র এই গতানুগতিক
মানুষের ভিড়ে থে‌কে,
আমার চাই সুখ দু:খের সাথী।
একলা দুপুর, নিঝুম সাঁঝরাতে,
গপ্প করে কাটিয়ে দেব যার সাথে।


আমার একটা তুই চাই,
আমার আমিকে করবে যে আপন।
ভালো লাগা, মন্দ লাগা,
সুখ, দু:খ আর অভিমান ,
কখনোবা কোনো অপমানও
সব কিছুকেই করবে যে গ্রহন।


আমার এমন একটা তুই চাই,
যার সাথেতে  থাকবে আমার
মান,অভিমান,ঝগড়া বা ভালোবাসা
আর অনেক অনেকটা খুনসুটি!


আমার একটা এমনই তুই চাই,
এক ঝড়ে বা বাদলের দিনে,
লোডশেডিং  রাতে,
দিরিম দিরিম বাজ পরার শব্দে,
যখন আমি ভয়ে ওষ্ঠাগত,
তখন হাতটা ধরে বলবে,
ধুর পাগলি!
ভয় কী, আমি তো আছি,
আমি আছিই তো!


আমার একটা তুই চাই,
যে আপনি তুমির ভিড়ে,
হারিয়ে যাবে না।
যার কাঁধে মাথা রেখে,
অনায়েসেই সব দু:খ লাঘব করা যায়,
আমার একটা এমনি তুই চাই....