দেখতে দেখতে ছোটো টুনটুনি ,
আজ বড় হয়েছে,
আজ সে উড়তে শিখেছে,
মহোল্লাসে এ ডাল থেকে সে ডালে,
ও ডাল থেকে এ ডালে চড়ে বেড়ে সে.


মা টুনটুনির আজ নেই চিন্তার শেষ,
ছোটো টুনটুনি যে সুশ্রী তনয়া,
কি আবরনে ঢাকবে তাকে,
ভাবতেই দিন শেষ.
টুনটুনির যে হয়েছে বিকাশ
এক ফোটা চোখের আড়াল করার মত
নেই অবকাশ.


মহোল্লাসে টুনটুনি বনে চড়ে বেড়ে,
হঠাৎ ই পড়ল সে ,
এক দল শিকারীর খপ্পরে.
রক্তের মত চোখ তাদের
লাল টকটকে.
হায়নার মত জিভ লকলকে.


করজোড়ে টুনটুনি প্রান ভিক্ষা মাগে,
ঘাড় বঁাকিয়ে দঁাত হাকিয়ে শিকারী,
মহোল্লাস করে আত্মস্বাদের লাগে.
একটি একটি করে পালক ছিড়ে,
করেছে তাকে রিক্ত.
পা দুটি ছিড়ে তাকে করেছে
রাক্তাক্ত.
রক্ত আর নখে ,সারা শরীরে আজ,
নারকীয়তার চিহ্ন.
যন্ত্রনায় টুনটুনি আজ
হয়েছে ছিন্নভিন্ন.


আকাশের দিকে তাকিয়ে থাকা,
তার নষ্পলক আঁখি দুটি যেন
বারবার বলে ওঠে,
"আমি ও বঁাচতে চেয়েছিলাম,
এই সুন্দর ধরার বুকে".