জীবন মানেই আসা যাওয়া,
তোমার শুরু আর আমার সারা.
জীবন মানেই চড়াই উতড়াই,
আর ; কান্না হাসির দোলা.
তারই মাঝে মনের কোনে;
ছোট্ট ছোট্ট আশা,
দুচোখ ভরে রঙ্গিন স্বপ্ন,
বুকে বঁাধে আশা.
শাখে ফোটা সব ফুল;
যেমন হয় নাকো পুজার উপকরন,
সব ফুল ই তো পেতে চাই,
দেবতার ওই দুটো চরণ.
তবুও বুক বঁাধে আশায়,
যদি কোনো দিন ও ঠঁাই হয়,
পুজার ওই ডালায়.


তেমনি মিথ্যেমায়ার পৃথিবীতে;
আসা যাওয়ায়  ক্ষনস্থায়ী তার জীবন,
সব জেনে  মানুষ,
তবুও করে মিথ্যে জালের বুনন.
নাহলে যে ধরা ভূমি হতো ছিন্নভিন্ন,
হতো না আর নব উদঘাটন,
হতো ছত্রভঙ্গ.