ভোর তখন তিন টে হবে.
দঁাওয়ায় বসে অপেক্ষায় সবে.
হঠাৎ কান্নার আওয়াজ,
দাইমা দরজা খুলে বলে,
ছেলে হয়েছে গো ছেলে.
বাড়ি তে বাজে কঁাশর ঘন্টা,
কর্তা ভাবে  দুই দুটো মেয়ের পরে
এবার বঁাচ বে বংশের নামটা.
এবার হয়েছে ছেলে,
আমারি নাম রাখবে
বংশের প্রদীপ জ্বেলে.
মিষ্টি মুখ করিয়ে
কর্তার মনে কত সুখ.
এই  ছেলে হবার আগে
কর্তার মনে ছিল কত দুখ.
আংগুল উচিয়ে মনের রোষে
কর্তা বলে; এবার যদি না হয় ছেলে
মা মেয়ে কে দেব আমি ,
গঙায় ঠেলে ফেলে.
ছেলের আবার দেব বিয়ে
আনবো ন তুন বউ,
পথের ধারে থাকবি পরে
কঁাদবি ভেউ ভেউ.
ভগবান শুনলেন কথা
দিলেন এবার ছেলে,
তা নিয়ে কর্তা আনন্দে পরে ঢ্লে.
কর্তা জে অকাট মূর্খ,
জানেনা, ছেলে মেয়ে সমান সমান
দুইজনেই বাঁচাতে পারে বংশের মান.