চারিদিক স্তব্ধ,আতঙ্ক,হাহাকার,
করোনা নিয়ে সকলেই জেরবার।


করোনা  যেন এক লালাঝড়া হায়না
তার লকলকে জিভটা-
করেই চলেছে মানুষ গ্রাসের বাহানা।


করোনা যেন এক বিধ্বংসী,
যার প্রভাবে মানুষ আজ গৃহবন্দি.
করোনা তুমি এক ঝকমারি,
তোমার ভয়াল রূপে হচ্ছে মহামারী।


বেড়েছিল যখন মহিষাসুরের মদমত্ততা,
তখন মহিষাসুরমর্দিনী হয়েছিলেন জাগ্রত,
তেমনি করোনাও বেড়েছে...


তোমার উদ্বেলতা,শান্ত করো,
নইলে তোমার বর্বরতায়,
তোমার ধংস যে অবশ্যম্ভাবী।
তাতে নয় কেউ দ্বিধান্বিত ...


### আমি দুঃখিত, আমি কোন মন্তব্য যোগ করতে পারছি না এবং কোন মন্তব্য এর উত্তর ও যোগ করতে পারছি না ,এমত অবস্থায় আমার কী করনীয়। আমি কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারব ?#####