(আঞ্চলিক ভাষা অবলম্বনে লেখার চেষ্টা,কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন."মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানীকারক",আমি উল্লেখ করেছি এখানে মদ্য পানের কথা কিন্তু আমি সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি).


দাওয়ায় বসে ফুলি, পথের পানে চেয়ে
মাথায় দিয়ে হাত, বলে বিড়বিড়িয়ে,
ওরে দিনটো গেইল রাত টো হইল
মরদ আমার এখনো, ঘর টোতে নাই তো আইল.
পান্তা আমানী খ্যাইয়ে দুইজনা,
কামটুতে গ্যাইলাম সকাল বেলা
দিন ফুরাইয়ে রাত টো হইল,
তুমি কুথায় চইল্যা গেলা?
দশটা বছর হইল আমার বিয়া,
ছাউ পোও আইল না
আমার কোলটো জুইড়্যা.
বুকটো ফ্যাইটা কান্দন আসে মোর,
মা ডাক শুনা হইলা না আর  হামার.
বইলতে পাড়ো কী দোষ টা ছিল মোর.
আর আইলা তুমি এখন ,
মদটো খেইয়ে ঘরের পানে.
কামের শেষে সারাদিন,
বুইজ্যা আসে চোখ দুটোন,
একাকীত্ব বুকের জ্বালা,
করে উৎপাটোন.
মনে কি আসে না তুমার
মোর বুকের ব্যাইন্থা?
আর !তুমি এখন মদ টো ,
খেইয়ে আইলা.


শুন ফুলি! আমি তুহার মরদ বটেক,
সব লুকেতে বলে যখন
তুকে দেইখে দেইখে,
তুহার নাকি মুখ দেখা পাপ
ব্যেটা হইনি দেইখে.
শুইন্যা হামার বুক টো ফঁাইটে,
দোষ টো ছিইলনা তুহার,
দোষ টো ছিইল হামার
তাই মা বাপ ডাক টো ,
শুনা হইল না আর.


ফুলি আমি মদ টো খেইঞ্ছি বটেক,
তবে বড়লুকের ছিলার মতো
ফস্টি করিনি ছটেক.
ফুলি হামি ভালোবাসি তুহারে,
চইল্যে যাইস না হামায় ছ্যাইরে,
তু ছাড়া যে আর কেউ হামার,
নেই জগৎ মাঝারে,
ফুলি!ও ফুলি,
চইল্যে যাইস না হামায় ছ্যাইরে.