হঠাৎ এক পশলার পরে,
রুক্ষ ঘাসে প্রানের সঞ্চার করে.
হঠাৎ এক পশলার পরে,
দমকা হাওয়া কালবৈশাখীর ঝড়ে.
হঠাৎ এক পশলার পরে,
ক্ষীন আলো আধাঁ্রর মেঘ সরে.
হঠাৎ এক পশলার পরে,
তপ্ত বায়ু শীতল পরশ করে.
হঠাৎ এক পশলার পরে,
রুক্ষ প্রকৃতি,শান্ত অনুভব করে.
হঠাৎ এক পশলার পরে,
মাঠে মাঠে সোনার ফসল ধরে.
হঠাৎ এক পশলার  পরে,
মান অভিমানের পালা শেষ করে.
হঠাৎ এক পশলার পরে,
প্রেমিক হৃদয় প্রেমিকার স্মরন করে.
হঠাৎ এক পশলার পরে,
জীবন তরী বয়ে চলে এ ধার ও ধারে.