মাগো! আমার খেলার সময় কই?
বই এর বোঝা আর ব্যাগের ভারে
আমি লুটিয়েই পড়ে রই।
মাগো!আমার শৈশব গেল কই?


শুনেছি আমার বাবার মুখে,
পুকুরে সাঁতার,ঘুরি ওড়ানো,
বিকেলে মাঠে মাঠে ফুটবল
আরো কতই শত শত খেলা‌।


আমার বেলায় সারাদিন
শুধু পড়া আর পড়া তাও সময় মেপে,
কম্পিউটারে গেম খেলা!
মাগো!আমি বদ্ধ হয়ে রই,
মাগো!আমার খেলার সময় কই?


ধুত্তর খেলার আবার  সময়!
পড়তে বস এখন......
অঙ্কে নব্বই পেয়েছে,
পাশের বাড়ির রূপম।
তোর হল ঊননব্বই,
এক নম্বর কম!
পরের বারে তোকেও
জানিস হতে হবে প্রথম।


পাশের ঘর থেকে,
বাবা চেচিয়ে বলে খোকন.....
বিজ্ঞানী যে হতেই হবে
ইংরাজীতে করতেই হবে
বকম বকম।


দাদু বলে ,মাথায় হাত বুলিয়ে...
নাতি হবে ডাক্তার...
দেশের সেবা,দশের সেবা
করবে নাতি আমার ...
হবে কত নাম যশ তার‌।


নাতি বলে ,হতে চাই
আমি ফটো গ্রাফার।
গাছ পালা প্রকৃতি সব
ফ্রেমবন্দি করব ,
করব কত কী যে আর.....
তার মাঝেই পড়ার চাপে
হারিয়ে যাওয়া শৈশব
খুঁজব বারবার...