ঘরের চার দেওয়াল,
চিলেকোঠা,ঝুল বারান্দা,
টবে লাগানো গাছ আর ;
বাড়ির ওই ছাদ,
আজ যেন হয়েছে খুব আপন।


কখোনো কখনো সাথী হয়ে ওঠে যেন,
ওই ছোট্ট ছাদ আর প্রকান্ড আকাশ।
বাড়ি থেকে বেড়োবার আজ,
নেই কোনো অবকাশ,
সবই  কেড়ে নিয়েছে ,
করোনার ওই বিষাক্ত নি:শ্বাস।


তবে না পড়া বই গুলোর সাথে,
বেড়েছে সখ‍্যতা;আর
নতুন নতুন জিনিস শেখারও ,
বেড়েছে উদ্দামতা!


দীর্ঘ কর্মব্যস্ততায় যেসব হয়েছিল পর,
লকডাউন তাকে বেঁধেছে জোরদার।
জগৎে যা কিছু সবই যেন কয়েনের মতো,
যার কিছু ভালো হলেও কিছু বিলম্বিত।