মা মাগো মা, ওগো
তুমি আমার মা.
জনম জনম তুমি আমার
শুভ প্রেরনা.


মা মাগো মা,ওগো
তুমি আমার মা.
তুমি আমার সূচনা মাগো,
তুমি মোহনা.
দশ মাস দশ দিন
গর্ভে রেখে, দেখিয়েছো
এ ভুবন.
সদা;যেন ছঁুয়ে
থাকতে পারি মা,
তোমার ওই দুটি চরন.


মা মাগো মা,ওগো
তুমি আমার মা.
জনম জনম তুমি ওগো
হইও আমার মা.
মেয়ে বলে মা ,কখনো করোনি হেও
সমান চোখে দেখেছো,
ভাই দের সাথে আমাকেও.
যখনি ভেঙ্গে পড়েছি মাগো,
দিয়েছো  মনে বল,
উঠতে হবে , পাড়তে হবে বলে
যুগিয়েছো মনের ভাবনা.  
তুমি ছাড়া আর কে আছে বলো,
আমার এমন প্রেরনা.


মা মাগো মা,ওগো
তুমি আমার মা.
মাগো; তুমিই যে আমার ,শুভ প্রেরনা.
থাকে যদি মা কিছু,
পর জনম বলে,
বার বার ফিরে ফিরে আসতে চাই মা,
তোমার ওই কোলে.
মা মাগো মা, ওগো
তুমিই আমার মা.