ও;নারী,
আজ তোর একী হাল,
কোন দলে নাম লেখালী
শিক্ষিত না অশিক্ষিতের দল?
তুই যদি হ'স পড়ালেখা,
হ'স যদি বি.এ, এম.এ,
তবে,বলবে  নিন্দুকের দল
শিক্ষার ঔদ্ধত্য মদমত্ততা
আর অস্থির;
শিক্ষার অহংকার আর ঘ্যামে.
আবার তুই যদি হ'স
কম বা নাপড়ালেখা,
তবে বলবে নিন্দুকের দল,
অশিক্ষিত , মূর্খ,
নেই পেটে কালির অক্ষর;
ভাবসাব দেখো ,যেন
পন্ডিত জ্ঞানী স্বাক্ষর.
ও নারী,আজ তোর একী হাল
কোন পথে যাবি, এবার তুই বল?
যেখানে আজ নারী শিক্ষার
কতশত সোপান,
কন্যাশ্রী, বেটি বঁাচাও বেটি পড়াও
অভিযান.
নারীরা আজ এগিয়ে কত,
জর্জ,পাইলট আর সোলজারদের মত,
সেখানে নিন্দুকের কথা
বড্ড হাস্যরসিকের মত,
নারীর পার্সনালিটি চায় না মানতে,
তার জন্য ছঁুতোনাতা শতশত.
ও নারী কান দিস না এসব কথায়;
এগিয়ে চল , এগিয়ে চল
সাফল্যের মকুট পড়তে হবে
যে  মাথায়.