ও চাঁদ তুই কেন আসিস না মোর ঘরে?
পূর্নিমার ঐ জ্যোৎস্নার আলোয়,
আমার মন বড় ই উচাটন করে.
তোর ঐ দিপ্ততায়,
আমার মন কেমন পাগল পাগল করে.


ও চাঁদ তুই কেন আসিস না মোর ঘরে?
চাঁদ তুই জানিস!
তোর ও যে আছে কলঙ্ক,
দাগ আছে তোর শরীরে,
সীতা সাবিত্রীর মত নস তুই পবিত্র,
মন তা বুঝতেই নাহি চায় রে.


ও চাঁদ তুই কেন আসিস না মোর ঘরে?
তোর ঐ আলোর ছটায়,
আমার মন কেমন কেমন করে.
অমাবস্যায় তোর বিরহে,
মন আমার বড় ই উদাস উদাস করে.


ও চাঁদ তুই কেন আসিস না মোর ঘরে?
তোর ঐ মোহময়ী রূপের আগুন
আমার বুকে ফাগুন ডেকে আনে.
তোর ঐ লাস্যময়ী রূপের ছটায়,
আমার কেমন অঙ্গ দহন করে.
কোনো এক বাসন্তী পূর্নিমার সন্ধ্যায়,
তাজমহল কে সাক্ষী রেখে,
মিলবো দুজনে.
ও চাঁদ ,তুই আসবি তো মোর ঘরে?