চেনো নাকি তাকে?
ঐ যে ঐ পাড়ার ঐ ললনা,
নেই তার কোনো ছলনা,
তার জীবন টা ভগবান !হায়!
সে যে বড় অসহায়,
ভগবান ই তার একমাত্র সহায়.
তার কাছে নেই মিথ্যার আশ্রয়,
অন্যায় কে দেয়না একদম প্রশ্রয়.


সে জানে চোখে দেখা,কানে শোনা
কোনো জিনিস ই মিথ্যে নয়,
সে কথা শতবার গুনী জনে কয়.
যুক্তি দিয়ে বিচার করলে,
সে হয় শিক্ষার অহংকারী
আর চুপ করে সহ্য করলে;
সে হয় নির্বাক, বুলিহীন, নির্বিকার বাক হারী.


অথচ বাড়ির সব আয়োজন,
জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ
সবেতেই তাকে প্রয়োজন।


সে যে,বাড়ির কোনে পড়ে থাকা
নিম গাছ টার মত,
মান নেই কোনো; প্রয়োজন অনেক,
ব্যাবহার শতশত.