ঘড়ির কাটা চলে ,
টিক টিক টিক
সময় হয়েছে গো আজ,
ঠিক ঠিক ঠিক.
ওঠ ওঠ সকলে,
করে ফেলো কাজ
সময় যে চলে যায়
ফিরবে না আর আজ.
হ ও যদি দৃঢ় সংকল্প,
এর থেকে ভালো পথ,
নেই তার কোনো বিকল্প.
অলসতা আনে শুধু বিফল
যদি হ ও উদ্যমী,
পাবে তবেই সুফল.
প্রথমেতে সবই কাজ,
হয় খুব শক্ত.
বার বার করে করে
হয় সেটি রপ্ত.
তাই বলি সকলেই,
কর মননিবেশ.
মনে তে রেখো না আর
ভাবনা চিন্তার লেশ.
সময় যে চলে যায়,
ফিরবে না সে আর,
যতই মাথা কোটো,
আর ডাকো বার বার.