আজ মনের মাঝে কতো কথাই না অগোছালো,
কি ভাবে সাজাবো? সবই যেন হচ্ছে  এলোমেলো।


মনে জমেছে আজকে মেঘ এক প্রকান্ড,
অশ্রু হয়ে ঝরে তাও হচ্ছে খন্ড খন্ড!


মনের মাঝে হু হু করে শূন্যতা এক রাশ,
প্রতিনিয়ত নিসঙ্গতা করছে যেন গ্রাস,
চারদিকে আজ সব কিছুই করছে যে হতাশ।


যে আমার সবার থেকেও আজকে আপন
সেই তো শুধু  করেছে ওগো আমাকে গ্রহন,
আমারও আছে যেসব শাখা প্রশাখা
সবকিছু তার করেছে সে তো বর্জন ,
মিথ্যে কথাও গ্রহন করেছে  নকলে,
স্রোত ছাড়িয়ে আসল করেছে অচলে।


মনের মাঝে আজ এক রাশ শূন্যতা হু হু করে,
মা! মাগো আজ তোমায় খুব বেশি মনে পড়ে।