.


টাকা টাকা টাকা
টাকা বিনে জীবন ,
এক্কেবারে ফঁাকা.
এ যে এক বড় গোলোক ধঁা ধঁা,
টাকার পঁাকে পড়ে হবে
জীবন কাদা মাখা.
যার আছে কতক ধনের রাশি;
পায় সে আদর,মান সম্মান,
হোক না সে আট থেকে আশি.
টাকা যে এক ভানুমতীর খেল,
আজকে সবে দেয়,
তেলা মাথায় তেল
আর ন্যাড়া মাথায় বেল.


কী যে এই টাকা !
মাত্র কতক কাগজের নোট,
এ যে বড় উদ্ভট
শুধু করে বিভ্রাট.
টাকা মাটি ,মাটি টাকা
এ কথা গুনী জনে কয়,
এ কথা সত্য বটে
সকলের জানা চায়.
কোরোনাকো টাকার বড়াই ;
এ যে শুধু মানুষে মানুষে,
বঁাধায় লড়াই.
কোরো নাকো টাকার জাহির,
এ যে ,রাজা কে বানায় ফকির.
টাকা যে বড়ই চতুর;
রাজাকে বানায় ফতুর,
আবার ফতুর কে রাজা.
কী মজা কী মজা
রাজা খেলো ব্যঙ ভাজা.


অবশেষে করি মিনতী,
ওহে!ও ধন দেবতা কুবের,
টাকার করো সম বন্টন,
যেন এক শ্রেনীর মানুষ
না করে এর লুন্ঠন.