চারিদিকে আজ বিচিত্র গাঁথা,
জগৎ যেন গোলোক ধাঁধাঁ।
মানুষ বন্দি ঘরের  কোনে,
পশুপাখিরা পথের পানে।।


বলছে সবাই হকচকিয়ে,
দেখ্ কেমন লাগে?
চিড়িয়াখানায় রেখেছিলে যে
বন্দি করে বাগে।।


আজকে মোরা বেজায় খুশি
খোলা আকাশের নীচে।
বন্দি হয়ে জীবন কাটাও;
চার দেয়ালের মাঝে।।


জগৎ জোড়া উলট পুরান
করনার প্রভাবে,
এভাবে বুঝি মিলল হিসেব
বন্দী ঘরেই সবে।