আজকাল মনের মাঝে একটা প্রশ্ন
বার বার উঁকি দেয়,
আচ্ছা!ভালোবাসা ঠিক কোথায় পাওয়া যায়?
অনেক ক্ষেত্রে ভালোবাসা,
প্রহশন ছাড়া আর কিছুই নয়.
তবে!ভালোবাসা ঠিক, কোথায় পাওয়া যায়?
পাহাড়,জঙ্গল,সমুদ্র না বার রেস্টুরেন্টে,
যদি বলো বার রেস্টুরেন্ট
তবে বলবো সেখানে তো,
লাল নীল আলোর আড়ালে
শুধু শরীর ছোঁয়া.
তবে সেটা কী ভালোবাসা,
নাকি মোহো মায়া ?


যদি বলো স্বামী স্ত্রী র সম্পর্কে,
হয় ভালোবাসা.
তবে বলবো সেটি তো,
অনেক অভাব অভিযোগ, আর
দায়িত্ব কর্তব্যে ঠঁাসা.
তবে ,
বিছানাতেই কি থাকে ভালোবাসা ?
সেতো ভালোবাসা নয় ,আবেগ মোহো মায়া.
ভালোবাসার মোড়কে এক,
আবেগ মাখা কায়া.
এখনো মনের মাঝে ঠিক সেই প্রশ্নই রয়ে যায়,
ভালোবাসা ঠিক কোথায় পাওয়া যায় ?


মনের মাঝে মনের মিল
হয় ভালোবাসা,
হয় না যেন তা কখনো,
বিছানার সুখ আর আবেগ মোহো মায়া.