তুমি-আমি পথ ভুলা পথিক
অবিরাম তাই তো ঘুরছি - না জেনে ক্ষণিক ।
তবু দেখো—আমরাই হব উদীয়মান
ছিনিয়ে আনব অমর সম্মান ।।
  
এতো জন্মান্তরবাদের নিশা
আশার সুতোয় বাঁধা ভালবাসা ।
কেবলই চাই মুক্ত হয়ে ছুটতে
অগ্নিবানে বিদ্ধ নিত্য-প্রাণ উন্মোচন করতে ।।

ধোঁয়াশায় ঘেরা পথ-জানি হবে বিপদ
তবুও বেঁধেছি মনে নিঃসংশয়ের শপথ ।
একদিন উদিবে ভোর-হবে সকাল
সেদিন আর পারবে না করতে গ্রাস-আমাদের মহাকাল ।।