নিজেরে আর করো না অপমান
তাতে অবশ্য তুমি হবে না ম্লান ।
ভুল পথে তব নিছক আগমন
তুমি-আমি সবাই তো সম্ভাষণ ।।


সহজ সত্য বলা কঠিন
তবুও সেটা তোমাতে মলিন ।
সঠিক পথে করিতে গমন
নির্দেশিত তব তোমারই আপন মন ।।


আপনারে যে বেসেছে ভাল
অবিরাম তাতে ছড়াবে আলো ।
রুদ্ধ করিতে হয় যদি কেউ উন্মাদ
আপনা হতে আসিবে আপনি বিষাদ ।।


যেথা নেই অভিমান-আছে বিরল সম্মান
সেথা কিসে হবে নির্বিচার নির্মান ?
নিজেরে আর করোনা অপমান
তাতে অবশ্য তুমি হবে না ম্লান ।।