আমি জানি, আমি তুচ্ছ-অতি নগন্য
ছিঁড়ে ফেলা জীর্ণ আবর্জনা-চিনা পণ্য ।
ফিরে না তাকানো আসক্তিহীন মায়া
হবে হয়তো কোনদিন সেটাই আমৃত্যু ছায়া ।


আমি জানি, আমি নই কোন কাব্য-কবি
কিংবা কোন সুখ-রাজ্যের আরধ্য চাবি ।
ভুলতে চাওয়া বেদনার্ত সঞ্চিত স্মৃতি
কেবলই হারায় ধূয়াসার তরে মিথ্যা আকুতি ।


আমি জানি, আমি নই সোনালী রোদ-হঠাৎ বৃষ্টি
শঙ্খচিলের পালকে আঁকা স্থির দৃষ্টি ।
ক্ষণকাল চিত্ত সুখে জাগরিত স্বপ্ন-ডানা
আলেয়ার ফাঁদে রচিত সত্য-সিদ্ধ যাতনা ।


আমি জানি, আমি নই সুবাসিত পুষ্পমালা-স্বর্গীয় আশ্রয়
অপার সৌন্দর্য বিনাশিত নিশ্চিত প্রলয় ।
অপেক্ষার প্রহর বাঁধন হারা সঞ্চারিত স্বস্তি
সারি সারি মেঘ-মালা এ সবই জাগতিক নিয়তি ।