অনেক দিনের অনেক গুলো
গুচ্ছ মেঘের বিবর্ণ এক ভেলা ।
মন বাগানের আকাশ প্রাণে
করছে আজি নিত্য-নতুন খেলা ।


কত’টা দিন হয়েছে সন্ধ্যা
কত্কটা তার নিথর রাতের সজ্জ্বা ।
কত গুলো দিন হয়েছে ভোর
কত গুলো তার আজও হয়নি খোলা দোর ।


কত লবনাক্ত জলের স্বচ্ছ্ব করুণ ধারা
কত নদী বহমান, কত ঔদার্য-
                      আমরাই তারা !
প্রতিক্ষণ- প্রতি মুহূর্ত-প্রতিটা নিঃশ্বাস
একটা একটা নদী ভাঙছে, এটাই বিশ্বাস ।


মেঘ গুলো আজ গলছে তোমার স্পর্শে
নোনা জলের বৃষ্টি হয়ে- আদর মাখা হর্ষে ।
তৃষিত মরুর মিঠবে বুঝি আজি-
বহু বছরের প্রতীক্ষার তৃষা
সে তো এক ঐকান্তিক শ্বাশত ভালবাসা ।