আমি চিনি তোমায় !
তোমায় আমি চিনি ।
অনন্তকালের স্বপ্নচারী-
আমি তোমায় চিনি ।।


তুমি দিনের আলোয়-মায়ার ছলে
দিক ভুলিয়ে যাও যে চলে ।।
কোন সে পথে আসবে ফিরে
জীবন-মরণ সঁপেছি আজ তোমারই তরে ।


তুমি মেঘে ঢাকা উদাসী শ্রাবণ
তবুও নও তো উচ্ছ্বাসিত প্লাবন ।।
শূন্য হাতে, অধীর ভাবে-দিনের শেষে-
সে যে পূর্ণতা, সেথা কেবল তোমাতে মিশে ।


তুমি রঙ্গিন সুতোয়-স্বপ্ন গাঁথা-
দিব্যলোকের খেয়ালীপনার চিত্ত ব্যথা ।।
উন্মাদনায়-স্পর্শকাতর জীবন-ধারা-
এতো তোমার প্রতি নিশ্চয়তার পরমপরা ।

তুমিই যেন বাদল দিনের সন্ধ্যাতারা
সব ছাড়িয়ে শৃংখলতার স্বজনহারা ।।
ক্ষনিক বাদে নব-সাজে আসবে ফিরে
আকাঙ্খারা জন্ম নিবে শ্বাশত এই নীড়ে ।


তুমিই আবার অগ্নিবাণের দ্বীপ্ত শিখার উচ্ছলতা
করুণ প্রাণের সিক্তকাতর বিনম্রতা ।।
দিনযাপনে সময় যখন করছে কৃপণতা
স্বাক্ষী হবে উদাস চোখের নীলাভ নীরবতা ।