জন্ম, তুমি কি মানুষ সৃষ্টি করেছো?
নাকি মানুষ জন্ম নিয়ে তোমাকে সৃষ্টি করেছে?


যন্ত্রণা, কেন তুমি জন্ম-জন্মান্তরের সাথী আমার
না চাইলেও তুমি মিশে আছো রক্তে


কষ্ট, কেন তুমি বিনা আমন্ত্রণে আমন্ত্রিত হও বারবার
ভুলেও ভুলা যায় না তোমাকে


বেঁচে আছি তবুও খুঁজে বেড়াই অস্তিত্ব
ভেবেছ তুমি সব দিয়ে যাবে আমাকে...


বিনিময়ে নিয়ে যাবে সুখ-হাসি ভালো লাগা
আর ভালোবাসার অমূল্য মুহূর্তগুলো


হাল ছেড়ে দিব
তবুও পালতুলে পালাবার জন্ম হয়নি আমার


ভাবনা, অনেক ভেবেছো তুমি আমাকে নিয়ে
শিখিয়েছো কি করে ভেবে হারাতে হয় নিজেকে


কান্না, আরতো ভালো লাগেনা তোমায়
আমি প্রস্তুত সাদর আমন্ত্রণে
তোমায় নিয়ে ভেসে যাবো বলে বহুদূর


অনেক দেখেছি আমি
অনেক শিখেছি তোমার কাছে


আমি জেনেছি জীবন মানে যন্ত্রনা,
জীবন মানে জ্বালাতন,
জীবন মানে মরুভূমি,
জীবন মানে মিথ্যে শান্তনা


আধার, আমি তোমার প্রতীক্ষায় দিশাহীন
শুধু একবার এসে নিয়ে যাও আমাকে


জানো, কত রাত আমি ঘুমাইনি
কত ভোর আমি দেখিনি
কত প্রহর আমি কাটিয়েছি একা বসে


জানতাম তুমি এসে নিয়ে যাবে আমাকে


প্রহর, তোমায় নিয়ে কি আর বলবো বল
ছুটে যাও তুমি তোমার মত
বাধাহীন অসীমের পথে


আর যে ভালো লাগেনা আমার
অনেকে কেঁদেও শেষ হয় না কান্না
অনেক পেয়েও পিছু ছাড়েনি যন্ত্রণা
অনেক হারিয়েও হারাইনি কষ্ট
অনেক আলোর মাঝেও আধার খুব


জানিনা এভাবে কয়দিন কয়যুগ আর বাকি