সংসার;
এখনো বুঝে উঠতে পারিনি আমি।


কখনো তুমি সুন্দর,
কখনো তুমি মধুর,
কখনো বা নষ্টালজিয়ায় ভরা তোমার মুহুর্তগুলো।


কখনো তোমার রূপে মোহিত হয়েছি আমি
আবার কখনো তোমার জালে নিজেকে জড়িয়েছি
নতুন কিছু পাওয়ার আশায়।


জানতাম মানুষ রূপ বদলায় চরিত্রের
কিন্তু এখন জেনেছি-


সংসার রূপ বদলায় একটা জীবনের,
রূপ বদলায় জাতির,
রূপ বদলায় বিবেকের,
কখনো কখনো আবার সম্পূর্ণ বদলে দেয় সম্পর্কের বাঁধন।


যদি এমন একটা পৃথিবী থাকতো
বা কোন এক নামহীন স্কুল।


যেখানে নানান বয়সের সাংসারিকগণ আসতো
শিখতো, জানতো কি তার পরিচয়
কোথায় তার সংসারের অমূল্য বন্ধন
বা কেন সে সাংসারিক।


হয়তো আমিও থাকতাম সেইসব লোকের ভীড়ে।
হয়তো আমিও নিজেকে স্বার্থক ভাবতাম সবার মতন।
হয়তো আরও সুন্দর করতে পারতাম সংসার জীবন।
হয়তো আরও ভালো হতে পারতাম সবার কাছে!!!
হায়রে সংসার!
অবশেষে কি পেলাম তোমার ঝুলিতে
অথবা কি দিয়েছ তুমি আমায়?