কবি হতে দোষ কি,
যদি তুমি বন্ধু হয়ে থাক।
দুঃখ গুলোকে সুখ ভাবতে দোষ কি,
যদি তুমি দূরে থেকেও পাশে থাক।


হয়তো তোমার আমার স্মৃতি গুলো আরো মধুর হতে পারতো,
যদি আরো একটি বার তোমার হাত দুটো ধরতে পারতাম।
হয়তো মরে গিয়েও অমর হতে পারতাম,
যদি তোমাকে জীবনের আর একটি দিন আপন করে পেতাম।


আপন তো তুমি নও,
তবুও যেন অনেকটা কাছের।
দূরে তুমি রও,
তবুও যেন বন্ধুত্ব আমাদের বিশ্বাসের।


আজো তোমার ঘ্রাণ আমাকে উতলা করে,
আজো প্রাণ আমার তোমার নামে মরে...


ইস! যদি অন্তত একবার সেই দিনটি ফিরে আসতো....
অন্তত একবার....
মিলনের চেয়েও বড় সুখ পাশে বসার....


রাগ করো না, তুমি তো জানো আমি এমনই