অন্য দশ মেয়ের মত ক্যারিয়ার গড়ার সন্ধিক্ষণে
নেশার জগতে পা দিয়েছে মন আমার,
এ এক অন্য নেশা, অন্য জগৎ, অন্য অনুভূতি
অন্য ভালো লাগা, বেঁচে থাকার আকুতি।


ক্যারিয়ার গড়ার সকল স্বপ্ন আজ
নেশার ভাড়ে চাপা পরে গেছে,
দেহ-মন-আত্মা, যেন তারই কারণে বেঁচে আছে।


কলঙ্কে ভয় নেই, ভয় নেই হতে সমাজ ছাড়া,
ভয় নেই ছেড়ে যেতে ঘর-সংসার-পাড়া।
কেউ কারো নয়; তবু যেন আপন লাগে তোমার হাসি,
ভালবাসি! ভালবাসি! সৈকত শুধু তোমায় ভালবাসি!


আমি তোমার প্রেমে মাতাল,
এ কথা বলতে দোষ নেই গো আমার।
এখন আর কষ্ট হয়না পৃথিবীকে অন্যপাশে রাখতে।


সবাই আমাকে মন্দ বলুক,
কি বা আসে তাতে!
তুমি আমাকে বুকে টেনে নিয়েছো,
এটাই যে পরম পাওয়া আমার।


আমি চাইনা এই নেশা থেকে বেরিয়ে আসতে।
আমি চাইনা অন্য কোন নেশার আঘাতে জর্জরিত হতে।
আমি তোমার ছিলাম-আছি-থাকবো,
এ তুমি মানো বা না মানো তুমি আমার।