এতদিন পর তুমি, দেখা দিলে মোরে
মনে হল বুঝি তাই, এসেছ আজ ঘরে


সুখে তবে আছো দেখি, স্বামী কন্যা নিয়ে
হয়তো সুখ মিশ্রনে হয়েছিল, তোমাদের বিয়ে


তবে সময় তো ফুরালো মোর, অধম জগৎ পানে
যাব ছেড়ে ধরণীরে, প্রেমেরও কারনে


দোষ ছিল বটে, বলিনি তো কভু
অতটুকু না পারি, বুঝেছি এতটুকু তবু


কে জানে কবে, এভাবে হবে
ভাবিনিতো আগে, ছেড়ে চলে যাবে


ভালোই হয়েছিল, গিয়েছিলে ছাড়ি
অমন শরীরে কি আর, ভালোবাসিতে পারি


হ্রাস পাবে হাসি তবে, ধীরে ধীরে সব স্মৃতি
মুছে যাবে অতীত, তোমায় নিয়ে যত মাতামাতি


আর কটা দিন বাকী, আছি হে আমি
দূরে আছো বেশ, তাও পাশে থেকো তুমি


না পারো যদি, মুখ তুলে নিবে ফের
ভালোবাসি তোমায়, আমার চেয়ে ঢের


এখন কারা যেন ডাকে, আয় আয় করে
মাঝেমাঝে দেয় টান, দেহখানা ধরে


যাব বহুদূরে, দেহখানা ছেড়ে
সুখে থেকো তব, স্বামীর ঘরে