আজ থেকে বেশ কিছু বছর পরে
কোন জোছনা ঝরা রূপালী সন্ধ্যায়
হাতে গরম চায়ের পেয়ালায়
নরম গোলাপ দুটি ঠোটে
আনমনে চুমুক দিতে দিতে
হয়ত মনের অজান্তে ফিরবে
আজকের ফেলে যাওয়া স্মৃতিতে


হয়ত নিজের অখেয়ালে
বাকা হাসি ফুটে উঠবে
সুখের সেই স্মৃতি মনে করে


পরক্ষনে হয়ত নেত্রকোনে
ছলছল করে অশ্রু ফোটা
গড়িয়ে পরবে সমক্ষনে


ওই অশ্রু তুমি আচল দিয়ে
মুছে নিও নিজ যতনে
ভুলে যেও নাক আবার
একটি অশ্রু ফোটা তোমার
কখনো পড়তে দেইনি তটে


আজ থেকে বহু দশক পরে
যখন একাকী বিনিদ্র রজনী
আর নিসঙ্গতা তোমাকে তারা দিবে
আপন মনে হয়ত ভেবে চলবে
কত রাত বিনিদ্র রজনী আমাদের কেটেছে
শুধু তুমি আমি আপন প্রেমালাপনে


কোন পূর্নিমা কিংবা অমাবস্যা
কিছুই যেন কোন ক্ষন হত না
তুমি হাসলেই জোছনা
গম্ভির বদন মানেই অমাবস্যা


হয়ত তুমি একাকী বসে
আপন খেয়ালে মনের দেয়ালে
একে যাবে ছবি কত খুনসুটি