আজ যদি পৃথিবীর একটা কালো গোলাপ ফোটে
আজ যদি ঈশান কোনে একটু কালো মেঘ জমে
আজ যদি নদীতে জোয়ার না আসে
আজ যদি পাখিরা নিরবেই বসে থাকে
বুজে নিও সখী তব বিরহ ছুয়ে গেছে তাদের।


আজ যদি গাছেদের সবুজ ফিকে হয়ে থাকে
আজ কবির ছন্দে সুর যদি  না লাগে
আজ চাদের হাসি মেঘেতে লুকিয়ে রাখে
জেনে নিও সখী তব মলীন বদন কাদিয়েছে তাদের।


দখিনা বাতাস যদি আজ দিক ভুল করে
সুনিল আকাশ যদি না নীল ধরে রাখে
ঝর্নার ধারা যদি তার গতি হারিয়ে ফেলে
মনে নিও সখী তব একাকিত্ব ছুয়ে গেছে তাদের।