হয়ত কোন এক নদীর বাকে
তুমি আমি দেখা হবে আচমকাতে
আমিও রইবো না এমন
তুমিও বদলে হবে কেমন


দুজনার মাঝে রবে অদৃশ্য বাধা
বলতে গিয়ে চলবে মনে ধাধা
আবেগ তবু যেন ঝড় তুলবে
বাস্তবতা তখন দূর থেকে হারাবে


ছল ছল তোমার ক্লান্ত আখি
নিরব নিস্তব্ধ শান্ত আমি
আর চোখে তোমার চাহুনি
অপলক আমার দৃষ্টিপাত
কত কথার হাতছানি


দায়িত্বভারে নূয়ে পড়া
অন্যর ত্বরে শুধুই বেচে থাকা
আপন ভালোবাসা শুধু বুকে রেখে
বলব মোরা এই তো বেশ
আছি বেজাই সুখে