ক্লান্ত দুপুর পার হয়ে শ্রান্ত বিকেলে
ওই পথ ধরে যবে তুমি এলে,
দখিনা বাতাস আর ফুলের সুরভী
পাখির কলতান সাথে নুয়ে পরা রবি,
আমাকে ডাকিয়া জাগাইয়া ফিরে।


বয়ে চলা নদী চলে নিরবধি
ভাসে গাঙচিল মেনে তার রীতি।
হাতে হাত রেখে এক সাথে চলা,
আবেগি ভালবাসা শান্ত কথা বলা,
আমাকে হরিয়া বিলীন করে।


পশ্চিমা লাল আভা ঢলিয়া পরে,
পাখিরাও শেষে নীড়ে ফেরে।
তোমারি লাল শাড়ি মিষ্টি কাচের চুড়ি,
কপালে লাল টিপ কাজল আকা চোখ,
আমাকে মাতাল করিয়া ফেরে।


রবি ফিরেছে আপন ঘরে,
শুকতারা মিটিমিটি জ্বলে।
জোছনা ভরা রাত অপলক তব দৃষ্টি,
হাসি দিয়ে গড়া তোমার অকৃত্রিম সৃষ্টি,
আমাকে উতলা করিয়া ঘোরে।


ওই জোনাকির মিটিমিটি আলো
ঝি ঝি পোকার গুঞ্জন,
সবি আজি হারিছে ঠিকানা।
ভালবাসাতে তারা গীত করিছে রচনা,
আমি তুমি আজ প্রকৃতির গহনা।