আজ হেমন্তের এই পরন্ত বেলায়
কাশফুলের ওই শুভ্র মায়ায়
পূর্নিমা চাদের এই জোছনায়
মনে পরে সখী এই নিরালায়


আমার হিয়া আদর করিয়া
তোমারি স্মৃতি রাখিনু বাধিয়া
এই যেন তরু রাখিল আগিয়া
ওই গুল্মলতিকা অঙ্গে জড়াইয়া


ওই শীত এল বলে
কুশার চাদর মুরিয়া পরে
আমার আমিও আজ ভাবিয়া মরি
আজো আমি তোমাতে হারি।