আজ সময় এসেছে
তুমি আমি মুখোমুখি দাঁড়াবার
আজ সময় মেলেছে ডানা
হয় জোছনা নতুবা অমাবস্যা।।


কতটা আবেগ জমা এই বুকে
আজ দেখানোর সময় হল তোমাকে
কতটা ভালবাসার প্রবল অনুভুতি
আমাকে আন্দোলিত করে তোমার প্রতি


আমার হৃদয়ের তীব্র উষ্ণতা
জানি ছুয়ে যায় তোমারি মন
ভেবে তুমি হও সারা
উড়বে কি সনে ওই এলো পবন


পরক্ষনে তোমার শঙ্খা জাগে
ভিজবে কি তুমি প্রেমের ঝড়ে
নাকি রইবে প্রচলিত ঘরে
আপন হৃদয়কে পরবাসী করে


আজ এস সখী আমি সুধাই
মনের ছেয়ে বড় উপাসনালয় নাই
প্রেমই জীবনের মূল ধর্ম
স্বর্গের প্রধান উপজীব্য


ভাবছ তুমি কি বলি আমি
পাগল হয়ে গেলাম নাকি
প্রলাপ বলে প্ররোচনে
তোমায় ভোগায় কি যাতনে


একবার ভাব মনকে শুন
জীবনটা তো একবার মান!
মনের খোরাক না মিটিয়ে
কি হবে বল অভিনয় নিয়ে


জীবন হয়ত কেটে যাবে
আপন ভাবে দিন ফুরাবে
মনটাকে কি জবাব দিবে
সে যখনি ফিরে তাকাবে


চল রচে যাই নতুন পৃথিবী
তুমি আমাতে চরম প্রিতী
একসাথে চল পথটা চলি
দুজন মিলে নিবাস গড়ি।।