আজ থেকে বহুকাল পরে,
প্রবীন কোন বৃদ্ধারূপ ধরে
আমারি সম্মুখে যদি এসে দাড়াও!


ওই দুটি দীঘল আখিঁতে,
না ভুলিও সখি তবে কাজল আকিতে।


কাচাঁপাকা চুলগুলো তোমার
না কোন কলপের বাহার
নিতান্তই সাদামাটা হয়ে
না ভুলিও সখি গুজে দিতে,
গাজরা ওই শিউলি ফুলে।


সেদিনো তুমি সোনার অঙ্গখানি
মোড়ায়ে এস আমার প্রিয় শাড়িখানি।
চেহারায় সেই চেনা লাজুক ভঙ্গী
আমাতে লাজুক দৃষ্টি।


সম্মুখে বসে একটু হেসে,
কিছুটা মান না হয় অভিমানে,
বলবে, মশাই দিন কেমন যাচ্ছে কেটে?


এইত চলছে বেশ আগের মতন,
যেভাবে তুমিহীন সারাজীবন।
হঠাৎ কি বলতে গিয়ে থেমে যাবে।
বলবে, ওসব এখন ছাড় তবে।


তোমার প্রিয় ওই আইস্ক্রীম হাতে
তোমাকে যখন ডাকব প্রিয় নামে,
তুমি কি বলবে সেই গোলাপের কথা,
শেষ দেখায় তোমাকে দিয়েছিলেম যেটা?


কিছুক্ষন পরে তুমি সুধাবে মোরে,
এখনো কি করে সে তোমাকে মনে পড়ে?
আমি কি বলিব জানিনা সেত,
নাকি শেষদিনের মত
চেয়ে রব অবিরত।


ক্ষনে ক্ষনে সময় হয়ে যাবে দূর,
তুমি বলিবে চলি ভেঙ্গে মোহ চুর,
আমিও চলিব আপন পথে
শুধু চিরহরিৎ মোরা ভালবাসাতে।