আজ প্রচ্ছন্ন অমাবস্যা রাতে
ঘুটঘুটে অন্ধকারে
যখন সবি প্রায় দৃষ্টি সীমার বাইরে
ওই বাঁশবাগানে জোনাকি আলো
কি যেন এক বার্তা দিয়ে গেল


ভাবনারা হঠাৎ কল্পনায় পাখা মেলল
যেন তিমির রাত্রিকালে
হয়ত মনের ভুলে
আপনার অন্তর দৃষ্টি কোলে


খুজে নাও তোমার আলো
পাবে নিশ্চয় যদি তুমি চাও


হঠাৎ তুমি আমারে আপন করে
আবার ফিরিলে ভালবাসার ডালা হাতে
আমি অবাক পানে চেয়ে থেকে
ভাবছি কল্পনা যদি সত্যি হতে


এমনি সময় তোমার হাতের ছোয়া
ঠোটের আলতো মিষ্টি চুম্বন
যেন সব বদলে দিলে
বদলে গেল ক্ষন


এখন বুজেছি সেই জোনাকির বার্তাখানি
জোছনা ছড়াবে বলেই জ্বলছিল নিরবধি
তা তো হওয়ার ছিল
শত রঙে রাঙা হতে রাত
হয়ত সে কাজল রঙে সেজেছিল।