যদি কবি হতাম আমি
অমর কাব্য হতে তুমি
হতেম যদি কোন চিত্রশিল্পী
রং তুলির অনবদ্য সৃষ্টি হতে তুমি


যদি আমি হতাম গীতিকার
সুরমালায় তুমিই হতে সুতিকাগার
হতাম যদি কোন এক ভাস্কর
ভাস্কর্য তুমিহীন না হত কেহ পর


রাতের আধারে মনের ভুলে
হতেম যদি জোনাকি
আমার মাঝে মিটমিট করে
জ্বলতে তুমি নিরবধি


ওই চাঁদ হতেম যদি আমি
জোছনা তার শোভাময় তুমি
কবু যদি আকাশ হতেম
তারা হয়ে বুকেই রাখিতাম


মোদের আবর্তে প্রকৃতির ধারা
আমি অর্থহীন তুমি ছাড়া
একই বৃন্তে দুটি ফুল
জড়াইয়ে রয়েছে প্রেমেতে আকুল।।