চলছিলে পথ সাথী করে
কি হেতু বল গেলে হারিয়ে
চলার পথে কেন বল
আমাকে একা রেখে গেলে।


ঐ দূর আকাশে ঈষান কোনে
পূর্ণিমা চাঁদ দেখ উঠে হেসে
আমি আছি জেগে এই নিশিতে
শুধু তুমি আসবে বলে।


ওই দেখ ঊষা জেগে উঠে
তারারা সব ঘুমিয়ে পরে
চাঁদও তার ঘরে ফিরে
ভোরের পাখিরা জেগে উঠে।


তুমি গভীর শয়নে মগ্ন
নিদ্রা দেবী আমাতে রুষ্ট
সকাল হলে জেনে নিও
তোমার অপেক্ষাতে ছিল কেউ।