চৈত্র তোমায় দিতে পারিনি বিদায়,
বসন্ত উৎসব করে চৈতালী সন্ধ্যায়।
তুমি চলে গেলে নিবৃতে অবহেলায়,
অভিমান তোমার রইল তোলা
আজ এই মহামারির মেলায়।


বৈশাখ তোমার বরণে আজ
বড়ই সাদা মাটা সাঁঝ।
মঙ্গল শোভাযাত্রা পান্তা ইলিশের স্বাদে,
বকুল তলা, শিরিষ তলা আর কত সুরের মূর্ছনাতে
হবে না এবার বরন তোমার।


বসন্তের ভার বৈশাখে হস্তান্তর
এ যে প্রকৃতির খেলা নিরন্তর
সেথাই কভু বাঁধ সাজিল না।


আম্র মুকুলে রসাল সাঁঝ ভারি,
সবুজ চাদরে মোরা প্রকৃতি চারি
সূর্য্য দেবের প্রখর হুসিয়ারি
কালবৈশাখী তান্ডব নৃত্য চলে রচি।


তবুও মনের কোনে
অজানা আবেগী রোদনে,
বসন্ত তোমায় দিলাম বিদায়
আজকের বহমান চৈতালী হাওয়ায়।


অজানা শংখা আর মহামারির ডঙ্কায়
বৈশাখ তোমায় বরন করলাম
অনারম্বর সুরে মনের বন্দনায়।