আজ তোর এই বিদায় ক্ষনে
বারে বারে আমি ভাবি অনুভবে
সত্যিই তোর যাবার সময় হল বটে


না  তাতে তোর দোষ নেই এতটুকুন
বারবার এসে কত কথা কহিতে নিদারুন
আমি হেলায় হাসির মেলায়
উড়াইয়া দিয়াছি  অনুনয়


কেমনে জানিব বাবখানি তোর
হয়ে উঠিবে এমনি নিঠুর
আমি বেকার চাকুরি খুজিয়া মরি
কি ক্ষেমতা আমার তোরে বাধিয়া রাখি


ওই উজান গাঙে ছলাৎছলাৎ করে
যখন পানি পাড়ে মোগ চরন চুমিত
হাতখানি ধরি তুই  স্বপ্ন বুনিতি কত


সামান্য আশ্বাসে কত রাজ্যর খুশি
ফুটিয়া উঠিত তব ঠোটে
এদিকে ওদিকে ফিরি
চট করে চুমি লাজে যাইতি মরি


আজ আমারি নেত্রকোনে
নাই কোন জল এমন ক্ষনে
নির্বাক আমি তোর বিদায় তটে
চাহিয়া রয়েছি বুভুক্ষু কাপনে


অযোগ্য অভাগারে মন দিয়াছিলি
অবহেলাভরে ফিরিয়া গেলি
কবু মোরে ক্ষমা না করিবি কলেম
তোর অভিশাপের পাথেয় হয়ে রলেম।