আজ বসন্ত বেলায় শ্রাবনের আবহ,
আজ পলাশের ডালে কদমের প্রবাহ।
আজ কোকিলের কুহু বৃষ্টির সুরে গায়,
আজ প্রকৃতি নব তালে কোহেলী ডালে ছায়।


আজ নুতনের নব ধারায় কাব্য রচিয়া যাই,
আজ গোপনে প্রণয়িনী মনে প্রকৃতির মাঝে হারাই।
আজ মেঘেতে সূর্য্য হাসিতে হারাতে মন চায়,
আজ ফুলেতে বৃষ্টি ফোটাতে সতেজতা পেতে চাই।


কদম পলাশ আজ একই বৃন্তে,
কোকিল ফিঙে গায় মন নৃত্যানন্দে।
আজ বাতাসে ভেজা আবেশে,
মন উড়ে যায় দূর মেঘের দেশে।


আজ আম্র মুকুলে ধুম্র জালে
চঞ্চল দোলা যেন অবাক তালে।
সুরভীত উদ্যান যেন সারা প্রকৃতি
বসন্ত বর্ষা এ কেমন রীতি!


কবিদের মন দোলা দিয়ে যায়
আজ এমনি ক্ষণে শিল্পী তুলি আঁচড়ায়।
এমন সময় সলীল হৃদয় বারে বারে বলে যায়
আহ! কি অপরুপ মায়া এই বসন্ত বর্ষায়।