আজ আষাঢ়ে বৃষ্টি নামে
মেঘের খেয়াই বারি ঝড়ে
কদম ডালে নতুন আভা
হাসছে যেন তরু সভা।


ওই দেখ সব সবুজ যেন
যেদিক তাকাই সতেজ তৃণ
ফুল মুকুলে রাজে সিথি
অপরুপ সাজে সবুজ প্রকৃতি।


ওই নদীতে যৌবন ফিরে
ঢেউয়ে ঢেউয়ে আচড়ে পরে
তার মাঝে মাঝি গান ধরে
পাল তুলে খেয়া সম্মুখ চলে।


ওই দেখ মেঘ কি হেন গর্জন
আবারি নামিবে করিবে বর্ষন
বর্ষার এই চিত্তহারী আভা
আহ! একি মোর বাংলা মায়ের শোভা।